রৌমারীত জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীসহ প্রায় এক কোটি ছেষট্টি লক্ষ

টাকার হরিণের কস্তুরী এবং চোরাচালানী মালামাল আটক করা প্রসঙ্গে
“চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় অদ্য ০৫ মে ২০২৫ তারিখ সকাল ০৯:০৫ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ বাঘারচর বিওপি’র টহলদল কর্তৃক সীমান্ত পিলার ১০৭৪/৯-টি হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ মাখনেরচর নামক স্থান হতে ভারতীয় হরিণের কস্তুরী-০৬ পিস (২৫৪ গ্রাম), ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী-০৮ পিস, বিভিন্ন প্রকার ঔষধ-২৮ পিস, মোবাইল-০১ টি, মোবাইলের চার্জার-০১ টি, সিম কার্ড-০১ টি, পাওয়ার ব্যাংক-০১ টি এবং হেডফোন-০১ টি সহ মোঃ আঃ মতিন (৩৫), পিতাঃ মোঃ আবুল কাশেম, গ্রামঃ রমনা নতুন ব্যাপারীপাড়া, পোষ্টঃ রমনা, থানাঃ চিলমারী, জেলা কুড়িগ্রামকে আটক করতে সক্ষম হয়, যার সিজার মূল্য- ১,৬৫,৫৮,১০০/- (এক কোটি পঁয়ষট্টি লক্ষ আটান্ন হাজার একশত টাকা) টাকা। ধৃত আসামীসহ জব্দকৃত চোরাচালানী মালামাল দেওয়ানগঞ্জ থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।