শাহজাদপুরে এসিল্যান্ডের ওপর হামলার মামলায় ৭ নারীর জামিন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি-এসিল্যান্ড) লিয়াকত সালমানের ওপর হামলা ও ইউএনওর গাড়ি ভাঙচুর মামলায় ৭ নারীকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে শাহজাদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানী তাদের জামিন মঞ্জুর করেন।
ওই আদালতে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াজেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
জামিনপ্রাপ্তরা হলেন—বলদীপাড়া গ্রামের ঝর্ণা বেগম (৩৫), অজুফা (৩৮), ফুলপড়ি (৪০), মালেকা (৪০), খুশি বেগম (৩৯) আকলিমা (৪৫) ও শাফিয়া (২৬)।
উল্লেখ্য, রোববার (২১ আগস্ট) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের হলদিঘর এলাকায় খেলার মাঠে আশ্রয়ন প্রকল্পের স্থান পরিদর্শনকালে গ্রামের নারী-পুরুষ একজোট হয়ে পথরোধ করে। একপর্যায়ে উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপে ইউএনওর গাড়ি ভাঙচুর করা হয়। ছোড়া ইট-পাটকেলের আঘাতে এসিল্যান্ড লিয়াকত সালমানের মাথা ফেটে যায়। পুলিশের লাঠিচার্জে শিশুসহ ৯ গ্রামবাসী আহত হয়।
এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পেশকার আব্দুল হাই বাদী হয়ে ৫৪ জনের নাম উল্লেখসহ ১২০ জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দায়ের করেন। ওইদিন রাতেই ৭ নারীকে গ্রেফতার করে পুলিশ।