শুল্ক যুদ্ধের প্রভাবে মুনাফা কমেছে নকিয়ার

ফিনল্যান্ডের টেলিকম সরঞ্জাম নির্মাতা কোম্পানি নকিয়া জানিয়েছে, প্রথম প্রান্তিকে আগের বছরের তুলনায় তাদের ৬৮ মিলিয়ন ইউরোর নিট মুনাফা কমেছে। শুল্ক যুদ্ধ ও দ্রুত বিকশিত বিশ্ব বাণিজ্য দৃশ্যপটের প্রভাবে এ মুনাফা কমেছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ‘ স্বল্পমেয়াদী কিছু ব্যাঘাত’ সৃষ্টি করতে পারে।
হেলসিংকি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
নকিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাস্টিন হোটার্ড বিবৃতিতে বলেছেন, দ্রুত বিকশিত বিশ্ব বাণিজ্য দৃশ্যপট থেকে আমরা মুক্ত নই। তবে প্রাথমিক গ্রাহক প্রতিক্রিয়ার ভিত্তিতে, আমি বিশ্বাস করি আমাদের বাজারগুলো তুলনামূলকভাবে স্থিতিশীল প্রমাণিত হওয়া উচিত।
তিনি আরো বলেন, বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এর ওপর ভিত্তি করে আমরা বর্তমান শুল্কের কারণে দ্বিতীয় প্রান্তিকে আমাদের তুলনামূলক পরিচালন মুনাফায় ২০ থেকে ৩০ মিলিয়ন ইউরোর প্রভাব পড়ার আশঙ্কা করছি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মাসে বৈশ্বিক আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। তিনি ইউরোপীয় ইউনিয়ভুক্ত দেশগুলোর পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপসহ অনেক দেশের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে আপাতত তা স্থগিত করে রেখেছেন।
বিবৃতিতে নকিয়া ৪ দশমিক ৪ বিলিয়ন ইউরো (৪ দশমকি ৯ বিলিয়ন মার্কিন ডলার) নিট বিক্রির কথা জানিয়েছে, যা গত বছরের তুলনায় এক শতাংশ কম হয়েছে। গত বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি ৪৩৮ মিলিয়ন ইউরোর নিট মুনাফা করেছিল।
কোম্পানিটি আশা করেছিল, ২০২৫ সালে তার নেটওয়ার্ক অবকাঠামো, ক্লাউড, নেটওয়ার্ক পরিষেবা এবং মোবাইল নেটওয়ার্কে বিক্রয় বাড়বে।
বৃহস্পতিবার নকিয়া প্রথম ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের পাশাপাশি টি-মোবাইল ইউএসের সঙ্গে একটি চুক্তি সম্প্রসারণেরও ঘোষণা দিয়েছে। এতে মোবাইল নেটওয়ার্কগুলোতে স্থিতিশীলতার ইতিবাচক লক্ষণ দেখতে পাচ্ছে কোম্পানিটি।
বাংলার সংবাদ।এস এম