শেরপুরে পারিবারিক শত্রুতার জেরে যুবককে নৃশংসভাবে হত্যা, যৌনাঙ্গ কর্তন করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ

শেরপুর জেলার মুন্সীরচর পূর্বপাড়া এলাকায় ফজলুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। শনিবার সকাল ৬টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
নিহত ফজলুল হক মৃত সমেজ উদ্দিনের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক শত্রুতার জেরে তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছিল। হত্যাকারীরা তাকে পাশবিক নির্যাতনের পর যৌনাঙ্গ কেটে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে।
খবর পেয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করেন এবং ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “ঘটনাটি অত্যন্ত নির্মম ও জঘন্য। প্রাথমিকভাবে পারিবারিক শত্রুতার বিষয়টি জানা গেলেও আমরা বিভিন্ন দিক বিবেচনায় তদন্ত শুরু করেছি।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।