শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা আগামীকালের ‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে হেফাজতের আহ্বান ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা ফুলবাড়িয়া ইজারাপাড়া হাফেজিয়া মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান মাদারীপুরে প্রবীণ শিক্ষক সাদা মনের মানুষ আঃ বারেক আকন মাষ্টার চিরনিদ্রায় শায়িত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আখাউড়ায়সাংবাদিকদের মানববন্ধন ঈশ্বরগঞ্জে রেকর্ড পরিমাণ পৌর কর আদায় আশুগঞ্জে সাংবাদিকের উপরহামলা, মামলা দায়ের আন্দোলনে বিজয়ের দিন শহীদ হন হতভাগা হাসিবুর আত্রাইয়ে কৃষকদের বিনামূল্যে প্রনোদনার সার-বীজ বিতরণ

শেষ বলে নাটকীয়তা, রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ।

উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩ রানে জয় টাইগারদের। দিনের শুরুতে টসে জিতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে শুরুটা ভালো হয় নি বাংলাদেশের। শুরুতেই সৌম্যর উইকেট হারায় বাংলাদেশ। শূন্য রানে মুজারাবানির বলে উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। এরপর নাজমুল শান্তর সাথে রান তুলতে থাকেন লিটন দাস। তবে লিটন রানের খাতা বড় করতে পারে নি।

লিটনের ফেরার পর ম্যাচের হাল ধরেন সাকিব ও শান্ত। উইকেটের এক প্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন শান্ত। খেলেন ৫৫ বলে ৭১ রানের অসাধারণ এক ইনিংস। শেষভাগে এসে আফিফের ঝড়ো ব্যাটিংয়ে ১৫০ রানের সম্মানজনক পুঁজি পায় বাংলাদেশ। জিম্বাবুয়ের হয়ে দুইটি করে উইকেট নেন মুজারাবানি ও এনগারাভা।

১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ৩৫ রানে হারায় ৪ উইকেট। এরপর বার্ল ও উইলিয়ামস মিলে গড়েন ৬৩ রানের কার্যকরী ইনিংস। তবে মূল নাটকীয়তার তখনও বাকি। ম্যাচ গড়ায় ফাইনাল ওভারে। শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ১৬ রান। বোলিংয়ে আসেন মোসাদ্দেক। দ্বিতীয় বলে ইভান্সের উইকেট তুলে নেন তিনি। এরপর ওভারের ৪ নম্বর বলে ছয় মেরে জয়ের আশা দেখান জিম্বাবুয়ের বোলার এনগারাভা। তবে এরপরের বলেই আউট হন এনগারাভা। শেষ বলে তখন জিম্বাবুয়ের প্রয়োজন ৫ রান। কিন্তু উইকেটকিপার সোহানের ভুলে শেষ বলে জন্ম নেয় নাটকীয়তা।

ওভারের শেষ বল ডট দিলেও সোহানের ভুলে আবারও ব্যাট করার সুযোগ পায় সিকান্দার রাজারা। তবে সেই বলেও ডট দিলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। অসাধারণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগার বাহিনী। দলের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন তাসকিন আহমেদ। ম্যাচসেরার পুরস্কারও উঠে এই পেসারের হাতে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর