সন্দ্বীপে ছাইফ এর উদ্যেগে শোকসভা ও দোয়া মাহফিল

মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী বেলায়েত হোসেন এর শোকসভা ও দোয়া মাহফিল এবং ২৯ এপ্রিল ১৯৯১ প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে সন্দ্বীপ সহ সারাদেশে নিহতদের স্মরণে শোক প্রকাশ ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪ টায় গুপ্তছড়া বাজারে অবস্থিত ফাউন্ডেশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সহ সভাপতি আবুল কাশেম হায়দার মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হানিফ। সংগঠনের সাধারণ সম্পাদক কাজী শামসুল আহসান খোকন এর সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন সারিকাইত ইউপির সাবেক চেয়ারম্যান বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী, সংগঠনের সহ সভাপতি মাস্টার মাইনউদ্দীন, যুগ্ম সম্পাদক মাস্টার মোঃ মোস্তফা, মোস্তফা আল মোস্তাফিজ, ও মাওলানা জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক সাংবাদিক ইলিয়াছ সুমন, অর্থ সম্পাদক আব্দুল রহিম সওদাগর, প্রভাষক ফারুক হক খান, সমাজসেবা সম্পাদক ডাক্তার জামশেদ, সহ অর্থ সম্পাদক সাজেদুল করিম তুহিন, কার্যকারি সদস্য মামলুকুর রহমান হান্নান, ও মাস্টার গোফরান, সেলিম উদ্দিন সওদাগর, আবদুল কাইয়ুম ও মরহুম এর জোষ্ঠ ছেলে মাইনুল হাসান ফয়সাল প্রমুখ।
বক্তারা বলেন মরহুম বেলায়েত হোসেন ছিলেন একজন নিবেদিত একনিষ্ঠ সমাজকর্মী তিনি ব্যবসার পাশাপাশি মানবসেবা কর্মে নিজেকে মৃত্যুর আগ দিন পর্যন্ত নিয়োজিত রেখেছেন, তিনি ছিলেন অত্যন্ত নিরহংকারী একজন সজ্জন ব্যক্তি, গত ২৭ এপ্রিল ৭১ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।