সন্দ্বীপে বাজার মনিটরিং করলেন থানার ওসি

চট্টগ্রামের সন্দ্বীপ থানার ব্যবসায়ীরা যাতে কোন ধরনের ভয় ভীতি মুক্ত ভাবে ব্যবসা করতে পারেন এবং সকল প্রকার দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে বাজার নিয়মিত মনিটরিং করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী। রোববার (১১ মে ) উপজেলার শিবের হাট বাজার সহ বিভিন্ন বাজারে দ্রব্যের দোকানগুলোতে এই মনিটরিং করা হয়।এ সময়এস আই চয়ন দাশ গুপ্ত, এস আই নুর মোহাম্মদ, এসআই রনজিত, এ এসআই মোজাম্মেল সহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।বাজার মনিটরিং প্রতিটা মুদি দোকান, শাক-সবজি, মাছ-মাংস, শপিং মল, বণিক, ফলের দোকান বিভিন্ন বিপণিবিতান-সহ নিত্যপণ্যের বাজার মনিটরিং করেন। এবং দ্রব্যের দৈনিক মূল্য তালিকা রাখার পাশাপাশি কেউ যেন দ্রব্যমূল্য নিয়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেবিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, ব্যবসায়ীরা আসন্ন যাতে পবিত্র কুরবানী উপলক্ষে কেউ কোন ধরনের চাঁদাবাজির শিকার না হয় সে নির্দেশনা দেন এবং সমস্যায় পড়লে থানায় ফোন দেয়ার জন্য বলেন। সন্দ্বীপে নিয়মিত বাজার মনিটরিং অংশ হিসেবে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে দ্রব্যের দোকানগুলোতে মনিটরিংসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।অন্যথায় আইনি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে। সন্দ্বীপ থানা পুলিশের এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।