সলঙ্গায় এমপি আজিজকে সংবর্ধনা

শিশু সার্জারীতে অবিস্মরণীয় অবদান রাখায় অধ্যাপক ডা. কাজী কামরুজ্জামান গোল্ড মেডেলে পদকে ভূষিত হওয়ায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজকে গণসংবর্ধনা দিয়েছে সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামীলীগ।
শনিবার (১১মার্চ) রাতে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ গণসংবর্ধনা দেয়া হয়।
এসময় সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু,সহ সভাপতি ফণি ভূষন পোদ্দার,সলঙ্গা থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু,রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিরো,হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহেল কাফী,নলকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাউসার হোসেন,সলঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।