শিরোনাম
সলঙ্গায় ব্যবসায়ীকে মারপিট করে সোয়া ৪ লাখ টাকা ছিনতাই

সিরাজগঞ্জের সলঙ্গায় এক ব্যবসায়ীকে মারপিট করে নগদ সোয়া ৪ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের খেইশ্বর হাফিজিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
এব্যাপারে ওই ব্যবসায়ী বাদী হয়ে সলঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, রাকিব হাসান ব্যবসায়ীক অর্থ নিয়ে সকালে তাড়াশ থেকে শ্রী পুলক ঘোষের কাছ থেকে পাওনা টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন।
খেইশ্বর হাফিজিয়া মাদ্রাসার দানবক্সের পাশে পৌঁছালে,সলঙ্গা থানার জালশুকা গ্রামের লাভু মিয়া (৪৬),বাবলু মিয়া (৪৪) ও আতিকুল ইসলাম (২৫) তার মোটরসাইকেল গতিরোধ করে প্রধান আসামী লাভুর হুকুমে রাকিবকে মারপিট করে সোয়া ৪লাখ টাকা ছিনিয়ে নেয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর