সলঙ্গায় ভিজিএফের চাল বিতরণ

সিরাজগঞ্জের সলঙ্গা সদর ইউনিয়নে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে প্রত্যেক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন,সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান তালুকদার।
এসময় উল্লাপাড়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা (ট্যাগ অফিসার) সোহেল আরমান , ইউপি সদস্য রফিকুল ইসলাম মুন্টু, রফিকুল ইসলাম, শরিফুল ইসলামসহ সকল ইউপি সদস্য ও বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। কোনো মানুষ অভাব-অনটনে থাক, শেখ হাসিনা তা চায় না। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপহার পাঠিয়েছেন।
উল্লেখ্য সলঙ্গা ইউনিয়নের ২ হাজার ৮৩০ জন ভিজিএফ উপকারভোগীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।