সলঙ্গায় আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে আনন্দ র্যালী

বিশ্বকাপ ফুটবলের ধামাকা বাজছে দুনিয়াজুড়ে। পছন্দের দলকে সমর্থন দিতে কতোই না কিছু করছে আর্জেন্টিনার সমর্থকেরা। এবার পতাকা ও বিভিন্ন বাদ্যযন্ত্রে শিশু-কিশোর ও যুবকসহ প্রায় শত শত আর্জেন্টিনার সমর্থকরা আনন্দ র্যালি বের করে তাক লাগিয়েছেন।
রবিবার সলঙ্গা আর্জেন্টাইন ফ্যান ক্লাবের আয়োজনে সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে আনন্দ র্যালি করেছেন আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকরা।
আর্জেন্টিনার সমর্থক ও সলঙ্গা আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উপদেষ্টা কিরন দত্ত বলেন, আমাদের প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়াড় মেসিকে ভালোবেসে আনন্দ র্যালিতে সবাই যোগ দিয়েছি।যে যে দলই সমর্থন করিনা কেন আমরা খেলাটা উপভোগ করি মজার জন্য, তাই সকলে মিলে মিশে এই বিশ্বকাপের সময় টুকু উপভোগ করি।
আশা করছি এবারের বিশ্বকাপের ট্রফি লিওনেল মেসির হাতে উঠবে। অনেক সমর্থকরা জানিয়েছেন, মেসির নেতৃত্বে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা টিম বেশ উজ্জ্বীবিত, যা বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখবে।
আর্জেন্টিনা ভক্তদের এই উদ্যোগ ও ভালোবাসাকে সাধুবাদ জানিয়েছেন সলঙ্গার সাধারণ মানুষ।
আর্জেন্টিনার সমর্থকদের শুভ কামনা জানিয়েছে ব্রাজিলের সমর্থকরাও।