সলঙ্গায় জাতীয় শোক দিবস পালিত

মিলাদ মাহফিল ও আলোচনা সভার মধ্যে দিয়ে সিরাজগঞ্জের সলঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার বিকেলে সলঙ্গা থানা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভুর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা এলাকার জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ।
এসময় সলঙ্গা থানা আওয়ামীলীগের সহ সভাপতি ফনি ভূষন প্রদ্দার,সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো,সলঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফি কামাল শফি,নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক, ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল,সলঙ্গা থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু,সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাচ্চু,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,নলকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাউসার হোসেন,সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, ধুবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনি মাষ্টার,সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকার,সলঙ্গা থানা যুবলীগের যুগ্ন-আহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদ,থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু,সাধারণ সম্পাদক রিপন হাসানসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন
শেষে ১৫আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ সকল শাহাদাত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।