শিরোনাম
সলঙ্গায় হেরোইনসহ মাদক বিক্রেতা আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ৯০০ গ্রাম হেরোইনসহ রফিকুল ইসলাম (৪৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে সলঙ্গা থানার রামারচর এলাকায় মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র্যাব-১২ এর মিডিয়া অফিসার ও সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
আটক রফিকুল ইসলাম চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার আমনুরা লক্ষীপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে রামারচর এলাকায় নেছারিয়া হোটেল অ্যান্ড রেষ্টুরেন্টের সামনে মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করে রফিকুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর