শিরোনাম
সিরাজগঞ্জে কবি সাহিত্যিক পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

সিরাজগঞ্জ কবি-সাহিত্যিক পরিষদের আয়োজনে মোড়ক উন্মোচন ও কবিতা পাঠের মধ্যেদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন পালন করা হয়েছে।
গত ১৭ মার্চ (শুক্রবার) বিকেলে শহরের নিউ মার্কেট রোডস্থ দৈনিক কলম সৈনিকের হলরুমে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন পালন করা হয়।
সিরাজগঞ্জ কবি-সাহিত্যিক পরিষদের সভাপতি মীনা পারভীনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আল আমিন আকাশের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুকে নিবেদিত শিল্প-সাহিত্যের ছোট কাগজ স্লোগানের মোড়ক উন্মোচন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কে. এম হোসেন আলী হাসান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সাগঠনিক সম্পাদক আলহাজ্ব দানিউল হক মোল্লা, আবেগ পাঠচক্রের সভাপতি কবি এস. এম. এ হাফিজ, প্রসূন সাহিত্য সংসদের সভাপতি কবি শফিক সেলিম, লেখক গবেষক মীম মিজান, বিশ্ববাংলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক রিয়াল রোমেল, কবি খ.ম ইকরামুল হক, কবি আশরাফ খান, কবি যাহিদ সুবহান, বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের সাধারণ সম্পাদক নূর মোক্তার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী ও বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের সভাপতি এম. এ. মতিন সজীব।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর