শিরোনাম
সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনার পানি
টানা ১০ দিন ধরে বৃদ্ধির পর সিরাজগঞ্জ পয়েন্টে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। ফলে এ দফায় বন্যার আশঙ্কা মুক্ত হচ্ছে যমুনা পাড়ের মানুষ।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭১ মিটার। গত ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা : ১২ দশমিক ৯০ মিটার)।
অপরদিকে কাজিপুরের মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৩৯ মিটার। ২৪ ঘন্টায় ৭ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে যমুনার পানি সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে কমবে। তাই এ দফায় বন্যার হওয়ার কোনো আশঙ্কা নেই।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর