সিরাজগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ,১০৩ নেতাকর্মীর হাইকোর্টে জামিন

সিরাজগঞ্জে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানা সহ ১০৩ নেতাকর্মীর আগাম
জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
রবিবার দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো.আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ ৬ সাপ্তাহের জামিন মঞ্জুর করে আদেশ দেন।আদালতে বিএনপি নেতাদের পক্ষে জামিন আবেদনের শুনানী করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান এতথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের দায়ের করা মামলা রবিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির ১০৩ নেতাকর্মী আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন। জামিন
শুনানী শেষে বিচারক ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
এই মামলায় জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি শ্রী অমর কৃষ্ণ দাস, যুগ্ম সম্পাদক শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, কাজীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাশেদ কবীর চান্দু, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আব্দুল আওয়াল সহ ১২ নেতাকর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তারা জেলা কারাগারে আটক রয়েছেন।
উল্লেখ্য গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ৭ পুলিশ সদস্য সহ বিএনপির ২০ নেতাকর্মী আহত হন। সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সাধারন
সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে প্রধান আসামী করে বিএনপি’র ১১০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করে পুলিশ।