রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কোটি টাকার ইয়াবা লুট করেছে কক্সবাজারে,নৈপথ্যে ছদ্মবেশী রবিউল! আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা শহীদ মুজাহিদের মা-বাবা অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে : প্রধান উপদেষ্টা বাজার পরিষ্কার পরিছন্নতা ও ড্রেনের কাজ চলমান মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতাল থেকে চুরি হয়ে গেছে ৬ মাসের শিশু বাচ্চা স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী: পুটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল মৌসুমীর

সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালিত

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সর্বশ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সোমবার  সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে সুবর্ণ অহংকারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।  দুপুরের দিকে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়মে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম (অতিরিক্ত ডিআইজি), স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হেসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোবারক হোসেন, জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে.এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি  বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ বিমল কুমার দাস, পেরৈ মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কেন্দ্রীয় মহিলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না, পৌর আ’লীগ নেতা হেলাল উদ্দিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, বীর মুক্তিযোদ্ধা সেহরাব আলী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা, প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদ প্রমূখ।

বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ছিলেন আদর্শবান জাতীয় নেতা। তিনি চেয়েছিলেন বাংলাদেশ নামক একটি দেশ হবে। তাঁর নেতৃত্বে লাল সবুজের পতাকা, সোনার দেশ ও একটি মানচিত্র পেয়েছি। ১৯৭৫ সালের ১৫ আগষ্টে আমরা এ জাতির পিতাকে হারিয়েছি। তাঁর অসমাপ্ত রেখে যাওয়া আদর্শকে বুকে ধারণ করে স্বপ্নের সোনার বাংলাদেশ তৈরী করি। এর আগে জেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

এছাড়া জেলার সবকয়টি উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ শোক দিবস পালিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর