সিরাজগঞ্জে রোগী রেখেই পালালো ডায়গনস্টিক সেন্টারের কর্মীরা

সিরাজগঞ্জে স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন ছাড়াই ডায়গনস্টিক সেন্টার পরিচালনা করা ও রোগীদের নিম্নমানের সেবা দেওয়ার অভিযোগে তিন ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর। এসময় ভেতরে রোগী রেখেই পালিয়ে যায় একটি ডায়গনস্টিক সেন্টারের কর্মকর্তারা। একই সময়ে এক সার ব্যাবসায়ীকে ৫ হাজার ও এক টাইলস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার বেলকুচি উপজেলার মুকুন্দগাতি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সিরাজগঞ্জের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতি বাজারে ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা। এসময় ডাইগনস্টিক সেন্টারটি স্বাস্থ্য অদিফতরের কোনো অনুমোদন দেখাতে না পারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অভিযানের ভয়ে ফরিদা ডায়গনস্টিক সেন্টারের কর্মকর্তারা ভেতরে রোগী রেখেই তালাবদ্ধ করে পালিয়ে যায়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করতে গেলে ভেতরে রুগির উপস্থিতি টের পেয়ে তাদের বের করে আনা হয়।
নিম্নমানের স্বাস্থ্যসেবা দেওয়ার অভিযোগে ফরিদা ডায়গনস্টিক সেন্টারকে ১০ হাজার ও হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি আরও জানান, একই সময়ে এক সার ব্যাবসায়ীকে ৫ হাজার ও এক টাইলস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকারের এমন অভিযান চলমান থাকবে।