বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
১২০ টাকায় পুলিশ কনষ্টেবল পদে নিয়োগ পাওয়া সদস্যদের ফুলের শুভেচ্ছা জানালেন মাদারীপুরের পুলিশ সুপার রাজৈরে গত একমাস আগে দুই গ্রামের সংঘর্ষে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে আজ ক্ষতিপূরণ প্রদান করেন। গোমস্তাপুরের রহনপুরে আল্লাহর দান মৎস্য আড়ৎ এর শুভ উদ্বোধন মুরাদনগরে প্রশাসনের অনুমতি না থাকায় উদ্বোধনের আগেই বন্ধ হয়ে গেল শিশু-কিশোর আনন্দমেলা সাম্য হত্যার প্রতিবাদে ইসলাম পুর ছাত্রদলের বিক্ষোভ শেরপুরে রাস্তা বন্ধ করে জনগণকে জিম্মি করে রেখেছেন ঠিকাদার মান্নান! প্রশাসনের নীরবতায় উত্তপ্ত জনমত। পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থ দিদারকে ঘর তৈরিতে উপজেলা প্রশাসনের সহায়তা সরকারি বাঙলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বোটানি ক্লাব কর্তৃক অন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ আয়োজিত। “জন-স্বার্থকে প্রাধান্য দেওয়াই হবে দেশের অগ্রগতির মূল কাজ”।- মাহমুদুল হাসান (ইউ এন ও) দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, ঢাকায় ৩৯.৯ ডিগ্রি

সিরাজগঞ্জে সাড়ে ৪ মাসে হাফেজ ৮ বছরের আশরাফুল

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

মাত্র সাড়ে চার মাসেই পবিত্র কুরআন শরিফ মুখস্ত করে বিস্ময় সৃষ্টি করেছে ৮ বছর বয়সী শিশু আশরাফুল ইসলাম।

সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন মিফতাহুল উলুম কওমি মাদরাসার ছাত্র সে।

এনায়েতপুরের গোপরেখী পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ বাবু প্রামাণিকের ছেলে এই ক্ষুদে হাফেস।

মাত্র ১৩৫ দিনে হাফেজ হয়েছে এই শিশু। অল্প বয়সে ও এতো কম সময়ে তার হাফেজ হওয়ার বিষয়টি এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) রাতে আশরাফুলকে উৎসাহ দিতে মাদরাসা কমিটির উদ্যোগে সংবর্ধনা ও ইসলামি সংগীতের আয়োজন করে।

এ সময় বেলকুচি, এনায়েতপুর, চৌহালী ও শাহজাদপুরের সহস্রাধিক আলেম ওলামা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া ও মুনাজাত শেষে হাফেজ আশরাফুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুকনী জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসা মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল রাজ্জাক, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ আশাদুল্লাহ ও মসজিদের খতিব মাওলানা আবু তালেব।

অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক নজরুল ইসলাম মাস্টার।

খুকনী জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসা মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল রাজ্জাক বলেন, এতো অল্প বয়সে সম্পূর্ণ কুরআন মুখস্ত করা অবাক করার মতো বিষয়। এটি আল্লাহ পাকের রহমত ও বরকত ছাড়া আর কিছুই নয়। আমি হাফেজ আশরাফুল ইসলামের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে কবুল করে নেন এবং আশরাফুরের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর