বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সন্দ্বীপে একটি মাল্টিপারপাসের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান। কুড়িগ্রাম রৌমারী ও ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশব্যাক, রোহিঙ্গাসহ আটক ৪৪ সন্দ্বীপে সর্প সচেতনত কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধায় ৪৬১ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ছাত্রলীগ নেতার স্থানে নতুন রোভার লিডার কসবায় ৮২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ শিল্পোন্নয়নের দ্বারপ্রান্তে ব্রাহ্মণবাড়িয়া : আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের আধুনিকায়ন এখন সময়ের দাবি :- —আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। বদলগাছীতে ভালো দাম পাওয়ায় ঢেঁড়শ চাষীদের উচ্ছ্বাস উমামা ফাতেমার ঈমান চলে গিয়েছে। বিবাহ হয়ে থাকলে বিচ্ছেদ ঘটেছে : মুফতি আমজাদ আফসারী কসবায় তাতীলীগের সভাপতির স্ত্রী গাঁজা পাচারকালে গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার।

সুন্দরবন রক্ষায় সরকারের উদ্যোগের প্রশংসায় ইউনেস্কো

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদের ৪৫তম বর্ধিত সভায় সুন্দরবন রক্ষায় এক দশকে বাংলাদেশ সরকারের উদ্যোগের প্রশংসা করা হয়েছে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি জানান, ৪৫তম বর্ধিত সভায় পরিকল্পিত বনায়নের মাধ্যমে কার্যকর সংরক্ষণব্যবস্থা গ্রহণ করায় সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজের সম্পদের সুরক্ষা বৃদ্ধির জন্য বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টাকে সমর্থন জানানো হয়।

বুধবার বিশ্ব ঐতিহ্য এলাকা হিসেবে সুন্দরবনের সুরক্ষা ও উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ ও সফলতা বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মো. শাহাব উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সরকার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত সুন্দরবনের সুরক্ষায় নিরলসভাবে কাজ করছে। এর ফলস্বরূপ সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদের সভায় সুন্দরবন রক্ষায় সরকারের উদ্যোগের প্রশংসা করা হয়।’

তিনি জানান, সুন্দরবনের আউটস্ট্যান্ডিং ইউনিভার্সাল ভ্যালুর ওপর ক্ষতিকর প্রভাব এড়াতে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল থার্মাল টেকনোলজি ব্যবহার, সরকারের পাওয়ার সিস্টেম মাস্টারপ্ল্যান-২০১০ সংশোধন ইত্যাদি পদক্ষেপের প্রশংসা করা হয়েছে। ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনের অংশ হিসেবে ছয়টি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র বাতিল করার সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়।

মন্ত্রী বলেন, ‘সুন্দরবনের ওপর উন্নয়ন কার্যক্রমের প্রভাব নিরসনের লক্ষ্যে ২০২১ সালে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট করা হয়। এর আলোকে স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান প্রস্তুত করায় ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি বাংলাদেশের প্রশংসা করেছে। করোনার কঠিন সময়ে ন্যাশনাল অয়েল অ্যান্ড কেমিক্যাল স্পিল কন্টিনজেন্সি প্ল্যান ২০২০ গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে সম্ভাব্য বিরূপ প্রভাব দূর করতে এটি বাস্তবায়নের জন্য কমিটি সভায় বাংলাদেশের প্রশংসা করা হয়। ভারত ও বাংলাদেশ অংশে সুন্দরবনের জীববৈচিত্র্য উজানে যৌথ ব্যবস্থাপনার কার্যক্রমকে স্বাগত জানানো হয়েছে। এই কার্যক্রম আরও জোরদার করার জন্য অনুরোধও জানানো হয়।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ছিলেন পরিবেশ সচিব ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব ফাহমিদা খানম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর