শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা আগামীকালের ‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে হেফাজতের আহ্বান ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা ফুলবাড়িয়া ইজারাপাড়া হাফেজিয়া মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান মাদারীপুরে প্রবীণ শিক্ষক সাদা মনের মানুষ আঃ বারেক আকন মাষ্টার চিরনিদ্রায় শায়িত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আখাউড়ায়সাংবাদিকদের মানববন্ধন ঈশ্বরগঞ্জে রেকর্ড পরিমাণ পৌর কর আদায় আশুগঞ্জে সাংবাদিকের উপরহামলা, মামলা দায়ের আন্দোলনে বিজয়ের দিন শহীদ হন হতভাগা হাসিবুর আত্রাইয়ে কৃষকদের বিনামূল্যে প্রনোদনার সার-বীজ বিতরণ

আঁখিতে মুগ্ধ অলংকার

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

দেশীয় সংগীতের জনপ্রিয় নাম আঁখি আলমগীর। যদিও তার শুরুটা হয়েছিল অভিনয়ের মাধ্যমেই। তিনি বাংলাদেশের একমাত্র সংগীতশিল্পী, যিনি অভিনয়ে এবং গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।

ছোটবেলায় আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ সিনেমায় অভিনয়ের জন্য শিশুশিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছেন। আর বড়বেলায় গায়িকা হিসেবে বাবা খ্যাতিমান চিত্রনায়ক এমএ আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’তে প্লেব্যাক করার জন্য পুরস্কৃত হয়েছেন। আঁখি আলমগীরের বহু জনপ্রিয় মৌলিক গান রয়েছে। এবার আরও একটি মৌলিক গান আসছে তার কণ্ঠে, যা নিয়ে আঁখি আলমগীর যেমন আশাবাদী, তার চেয়েও অধিক আশাবাদী গানের পুরো টিম। গানের শিরোনাম ‘জানের জান’।

গানটি লিখেছেন রঙ্গন মিউজিকের কর্ণধার জামাল হোসেন। সুর সংগীত করেছেন পুনম মিত্র। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটির মিউজিক ভিডিওতে ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে ছিলেন বেলাল ও হীরা। এতে মডেল হয়েছেন সময়ের আলোচিত অভিনেত্রী অলংকার চৌধুরী। এর আগেও কয়েকজন শিল্পীর গানের ভিডিওতে মডেল হয়েছেন তিনি। এবারই প্রথম আঁখি আলমগীরের গানে মডেল হলেন অলংকার।

গানটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘জামাল ভাইয়ের লেখা গানটি খুবই সুন্দর। গানটা আমার খুবই ভালো লেগেছে। রোমান্টিক রিদমিক একটি গান। পুনম মিত্র চমৎকার সুর সংগীত করেছে। মিউজিক ভিডিওতে ড্যান্স পার্টটা এক কথায় দারুণ হয়েছে। এ ক্ষেত্রে কোরিওগ্রাফারের প্রশংসা করতেই হয়। আর মডেল হিসেবে অলংকার ও শিশির সরদার খুবই ভালো করেছে। পুরো টিমের সঙ্গে এটা আমার প্রথম কাজ। তো মনে হচ্ছে যে, এ গানটিতে আমাকে নতুনভাবে পাবেন শ্রোতাদর্শক। গানটা যখন জামাল ভাই ও পুনম দুজনই অনেক চিন্তা করেই আমার জন্য করেছে, তাই এটা আমার জন্য অনেক সম্মানের। আর গানটি সবাই নিজেদের মধ্যে অনুভব করতে পারবে, কারণ মানুষ তো তার ভালোবাসার মানুষকে জানই বলে। এ গানের পুরো টিমের জন্য ভালোবাসা রইল।

এদিকে আঁখি আলমগীরের প্রতি মুগ্ধতা প্রকাশ করে অলংকার চৌধুরী বলেন, ‘জানেন, আমি ছোট্টবেলায় স্কুলে শ্রদ্ধেয় আঁখি আপার গানে পারফর্ম করেছিলাম। কখনো তারই গানের মডেল হব, এটা কল্পনাও করিনি। তার সঙ্গে কথা বলে কাছাকাছি থাকার সুযোগ পেয়ে দেখেছি তিনি কত বড় মনের মানুষ। তার মতো গুণী, সুন্দরী, বিনয়ী আর সদা হাস্যোজ্জ্বল একজন শিল্পীর গানে মডেল হওয়ার বিষয়টি আমার পরম সৌভাগ্য।’

জানা গেছে, গানটি শিগগিরই ‘রঙ্গন মিউজিক’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর