সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
মানবিক আবেদ আলী ও তার জীবনসংগ্রাম আমতলীতে বজ্রপাতে কৃষক নিহত থানায় অপমৃত্যু মামলা গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাঁড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকের সাথে চলন্ত কার্ভাড ভ্যানের সংঘর্ষ আহত-১ গাইবান্ধায় পেপার বিক্রেতা ও অটোচালক ঠান্ডা মিয়ার হত্যাকারীদেরকে দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছেন স্বজনেরা, আওয়ামীলীগ নেতাকে সাথে নিয়ে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন মাদারীপুরে এবারের বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ ভয়াবহ আকার ধারণের আশঙ্কা সন্দ্বীপে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত এক গণহত্যার দায়ে খুনি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে ,সদ্য বিদায়ী শিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম জামালগঞ্জে দাখিল পরীক্ষার্থীদের মাঝে সুপার সিক্সটি”র বিশুদ্ধ পানি বিতরণ চিলমারীতে ৭ জেলের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আওয়ামীলীগ নেতাকে সাথে নিয়ে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

শাকিল হোসেন জামালপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
আওয়ামীলীগ নেতাকে সাথে নিয়ে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন
আওয়ামীলীগ নেতাকে সাথে নিয়ে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

জামালপুরে আওয়ামী লীগ নেতাকে সাথে নিয়ে ও তার মিলের চাল নিয়ে সরকারি ভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে সিংহজানী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইফতেখার ইউনুস ও সিংহজানী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশরাত আহাম্মেদ পাপেল।

এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত)আসাদুজ্জামান খান ও সিংহজানী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশরাত আহাম্মেদ পাপেল, সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সুজায়েত আলী সুজা।

উদ্বোধনের সময় কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হক ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সুজায়েত আলী সুজার মালিকানাধীন মেহেদী এন্ড তাসলিমা অটোরাইচ মিলের চাল ক্রয় করা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা সুজায়েত আলী সুজার মিলের চাল নেওয়া ও ওই নেতার স্বশরীরে অনুষ্ঠানে উপস্থিত থাকা নিয়ে শহর জুড়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

চলতি মৌসুমে জেলায় সরকারিভাবে ৮ হাজর ৯৩১ মেট্রিক টন ধান, ৪১ হাজার ৮৩৫ মেট্রিক টন সিদ্ধ চাল  সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

চুক্তিবদ্ধ ২১৪ জন চালকল মালিক সরকার নির্ধারিত ৪৯ টাকা কেজি মূল্যে চাল এবং কৃষকরা ৩৬ টাকা  কেজি মূল্যে ধান সরবরাহ করবেন। একজন কৃষক সর্বোচ্চ তিন টন ধান সরবরাহ করতে পারবেন।

আল বেরুনী অটো রাইস মিলের মালিক ও জামায়াত নেতা অধ্যাপক হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, তিনি নিজে মিলের  মালিক হলেও তাকে উদ্বোধনের বিষয়ে কিছু জানানো হয়নি।ফ্যাসিষ্ট সরকারের আমলে উদ্বোধনী অনুষ্ঠান আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া উদ্বোধন করতে পারেনি। কিন্তু বর্তমানে প্রশাসনের কর্মকর্তাদের ভিতরে ফফ্যাসিবাদী আচরণ এখনো ভর করে আছে বিধায় আজকের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি কিংবা জামায়াতের কোন নেতাকেই দাওয়াত দেওয়া হয়নি।

এ বিষয়ে কেন্দুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবাদত হোসেন সাংবাদিকদের জানান, মেহেদী এন্ড তাসলিমা অটো রাইচ মালের মালিক সুজায়েত আলী সুজা তিনি আমার কমিটির একজন প্রভাবশালী সহ-সভাপতি।তিনি সুদীর্ঘকাল ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

সিংহজানী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশরাত আহাম্মেদ পাপেল সাংবাদিকদের বলেন, মেহেদী এন্ড তাসলিমা অটো রাইচ মালের মালিক সুজায়েত আলী সুজা উপস্থিত ছিলেন এটা সঠিক কিন্তু সে আওয়ামী লীগের নেতা কিনা এটা আমার জানা নেই।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) ইফতেখার ইউনুস সাংবাদিকদের জানান, উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা ছিলেন কিনা খেয়াল করি নাই। আমিতো উনাকে চিনিনা। এখানে উনাকে ইনভাইট করেছেন ফুড কর্মকর্তারা এবং যারা আয়োজক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর