আওয়ামী লীগ নেতা রুহুল আমিন গ্রেফতার: বিস্ফোরক আইনের মামলায় আটক

কুমিল্লার মুরাদনগর উপজেলায় আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন (৫৪) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার ধনপতিখোলা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের নভেম্বর মাসে দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ অভিযান পরিচালনা করেন বাঙ্গরা বাজার থানার এসআই নিংওয়াই মারমা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুহুল আমিনের বিরুদ্ধে এলাকায় সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে। কিছুদিন আগে এক যুবককে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে গ্রেফতারের পর শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।