আগুনে পুরতে দেখেও মুখে মুখে ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ

বলছিলাম নেটে ভাইরাল হওয়া কিছু ভিডিও ফুটেজ এর কথা, যার সম্পর্কে জানা যায়। ইসরাইলের দখলে থাকা জেরুজালেমের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে
এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের এবং একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে দেশটি।
তাদের এই সব নিউজ দেখে বিভিন্ন জন বিভিন্ন ধরনের আবেগ প্রকাশ করছে।
কেউ কেউ তাদের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন
আলহামদুলিল্লাহ! ইহাকে বলে “আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না!”
দাবানলে পু*ড়ছে ইসরাইল, জরুরি অবস্থা জারি।
অনেকে উপহাস করে এভাবেও স্ট্যাটাস দিয়েছেন
ই’জ’রা’য়ে’ল পু’ড়ছে! এখানে হাসির কিছুর নেই।
এমন পরিস্থিতিতে একটু মানবিক হোন, সবাই দোয়া করুন। বাকি অংশটুকুও যেন খুব তাড়াতাড়ি পুড়ে যায়।
আমাদের মানুষদের একটি প্রকৃত স্বভাব চরিত্র হচ্ছে অন্যকে বিপদে দেখে তার বিপদে সাহায্যের জন্য এগিয়ে যাওয়া সম্ভব না হলে তার ব্যথায় ব্যথিত হয়ে পড়া। কিন্তু আজকে তাদের এই দাবানলে মানুষেরা কেন এত আনন্দিত হচ্ছে? তাদের এই আনন্দ প্রকাশ বিশ্বের কাছে কী বার্তা দিচ্ছে? কেন তারা আগুনে পুড়তে দেখেও বারবার আলহামদুলিল্লাহ বলছে? তাদের এই ধরনের স্ট্যাটাস গুলো কতটা চাপা পড়ে থাকা বেদনার ক্ষুদ্র বহিঃপ্রকাশ?
এসব শত প্রশ্নের জবাবে যেন একটি কথাই মনে পড়ে সেটা হলো বর্বর ইজরায়েলের সেই নিরপরাধ ফিলিস্তিনিদের উপর অমানবিক আচরণ করার প্রতিক্রিয়া।