আত্রাইয়ে কালভার্ট ভেঙে চার গ্রামের মানুষের ভোগান্তি

নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ছোট ডাঙা বাজার সংলগ্ন রাস্তার ওপর নির্মিত কালভার্টের ঢালাই ভেঙে গেছে। এতে করে এ রাস্তা দিয়ে জনসাধারণের চলাচল প্রায় বন্ধ হওয়ায় উপক্রম,চরম ভোগান্তিতে পড়েছে চার গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।
এলাকাবাসীর অভিযোগ,প্রায় এক বছর ধরে কালভার্টটি ভাঙা অবস্থায় পড়ে আছে,জনপ্রতিনিধিদের কোন পদক্ষেপ দৃশ্যমান নয়,বিশেষ করে এলাকার কৃষি উৎপাদিত ফসল আনা নেওয়া ও কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। কালভার্টের মাঝামাঝি স্থানে ডানপাশের কিছু অংশ ভেঙে ধসে পড়েছে এবং বামপাশের অবস্থা ও বিপদজনক। গ্রামে যাওয়ার একটি মাত্র সংযোগ সড়ক হওয়ায় গ্রামের কিছু সচেতন মানুষ খালের উপরে ভাঙা কালভার্টে কাঠের তক্তা বিছিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কোন রকম ভাবে চলাফেরা করছে স্থানীয় জনসাধারণ।
স্থানীয় শাহাগোলা ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ জানান, বিষয়টি তিনি উপজেলা এলজিইডি বিভাগকে অবহিত করে উন্নয়নকাজ করার তাগাদা দিয়েছিলেন। প্রাথমিকভাবে রাস্তা উন্নয়নকাজের দরপত্র হলে দ্রুত ভাঙা কালভার্ট মেরামত করা হবে।