আত্রাইয়ে প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি ক্লাস বর্জন করে ছাত্র/ছাত্রীদের বিক্ষোভ মিছিল

নওগাঁর আত্রাইয়ে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে ভুক্তভোগী প্রধান শিক্ষক মো.মাহবুর রহমান গত ২৩ এপ্রিল সন্ধ্যায় আত্রাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন,
তিনি ভবাণীপুর জি এস উচ্চ বিদ্যালয়ে কর্মরত,তাঁকে মোবাইল ফোনে কলে ও দেখা করে গালিগালাজ ও হুমকিও দেওয়া হয়।
প্রধান শিক্ষক মাহবুর রহমান জানান,এসএসসি পরিক্ষা চলমান,বেশ কয়েক জন শিক্ষক পরিক্ষা কেন্দ্রে ডিউটিরত,সব ক্লাস নেওয়া সম্ভব হয় না ,স্কুল ছুটি দেওয়া হয় টিফিন হওয়ার পর।গত ২৩ এপ্রিল স্কুল ছুটি সম্ভবত সময় বেলা ২ টার দিকে খলিল নামের পরিচিত একজনের মোবাইল ফোন নম্বর থেকে আমাকে কল করে বলে স্যার আপনি কোথায়?বিদ্যালয়ে আছি বলতে বলে আপনার অফিসে আসছি।এর কিছুক্ষণ পর,ফজলুর করিম,মজাহার,হাবিবুর সহ আমার অফিসে ডুকে ফজলু দরজা বন্ধ করে দেয়,তারা বলে স্যার আপনার বিদ্যালয়ে কোন গাইড বই চলে?এর মধ্যে কেউ প্রশ্ন করছে কেউ মোবাইল ফোনে ভিডিও করছে।অনেক কথার পরে বলে স্যার আপনি গাইড বই চালানোর কথা বলে বই কোম্পানির লোকদের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন আমাদের কাছে প্রমাণ আছে। আপনি স্বীকার না করলে সাংবাদিক আনবো ইউএনও’র কাছে যাবো বলে হুমকি দিতে থাকে।এক পর্যায়ে তাঁরা আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে আবারও কল করে তাঁকে গালিগালাজ ও ওই শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়।
তারই ধারাবাহিকতায় রবিবার(০৪ মে)সকাল ১০ টায় স্কুল শুরুর সাথে সাথে ছাত্র ছাত্রীরা ক্লাস বর্জন করে দুষ্কৃতকারী বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন।
আত্রাই থানার ওসি মোঃ শাহাবুদ্দিন জানান,এ বিষয়ে একটি জিডি নথিভুক্ত হয়েছে।যেসব নম্বর থেকে কল এসেছিল সেগুলোর কললিস্ট পরীক্ষা করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ছাত্রছাত্রীদের বিক্ষোভ মিছিল সম্পর্কে বলেন,আমি শুনেছি ঐ স্কুলের ছাত্র ছাত্রীরা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।