শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে বস্তায় বীজ বপন ওসবজি চাষ বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গোল্ডেন লাইন পরিবহনের চাপায় মাদারীপুরের একই পরিবারের ৪ জন সহ ৫ জনের মৃত্যু লাউ গাছের সাথে এ কেমন শুত্রুতা, থামছেনা কৃষক দম্পতির আহাজারি আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে জাবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুড়িগ্রামে বস্তায় বীজ বপন ওসবজি চাষ বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে সহায়তায় আগ্রহী জাইকা আবারও শুরু হচ্ছে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ মিয়ানমার থেকে ৩ শতাধিক মানুষ থাইল্যান্ডে পালিয়ে গেছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন দেবহাটায় জুলাই বিপ্লবে আহত ও নিহত পরিবারকে সম্মাননা, দোয়া ও পরিচিতি সভা

আবারও শুরু হচ্ছে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
আবারও শুরু হচ্ছে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ
আবারও শুরু হচ্ছে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ।। সংগৃহীত ছবি

দক্ষিণ এশিয়ান গেমসে সাঁতারে সোনার পদক যেন সত্যিকার অর্থেই সোনার হরিণ হয়ে উঠেছে। ২০১৬ গৌহাটি এসএ গেমসের পর সাঁতারে বাংলাদেশ আর কোনও স্বর্ণ জেতেনি। 

তবে সেই স্বপ্নকে সামনে রেখে আবারও নতুন করে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ কর্মসূচী শুরু করেছে বাংলাদেশ সাঁতার ফেডারেশন। তৃণমূল থেকে সাঁতারু তুলে আনার এই কর্মসূচী ফেডারেশন সর্বশেষ আয়োজন করেছিল ২০১৮ সালে।

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী সম্ভাবনাময় ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করে তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেয়াই ফেডারেশনের উদ্দেশ্য। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মূলত দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলা থেকে আসা সাঁতারুদের নিয়ে ১৫টি ভেন্যুতে চলবে এই বাছাই কার্যক্রম। ১০ মে মিরপুর সুইমিং কমপ্লেক্স থেকে শুরু হবে এই কর্মসূচী। এ দিন বাছাই কার্যক্রমের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বাছাই প্রক্রিয়া চলবে তিন ধাপে। যেখানে সারা দেশ থেকে প্রাথমিকভাবে বাছাই করা হবে ৬০০ সাঁতারু। এরপর ঢাকায় হবে দ্বিতীয় পর্যায়ের বাছাই। সেখানে ৬০০ থেকে সাঁতারু কমিয়ে আনা হবে ১০০ জনে। সর্বশেষ তৃতীয় ধাপে চূড়ান্ত বাছাই করা হবে ৫০ জনকে। চূড়ান্ত পর্যায়ের এই বাছাইকৃত সাঁতারুদের দুই বছরের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়া হবে। 

বয়সভিত্তিক ‘ক’ গ্রুপে ৯-১১ বছর বয়সী সাঁতারুরা অংশ নেবে। ১২-১৫ বছর বয়সী সাঁতারুরা অংশ নেবে ‘খ’ গ্রুপে। ফ্রি স্টাইল ও নিজের পছন্দের কোনও ইভেন্টে সাঁতারে অংশ নিতে পারবে প্রতিযোগীরা।

প্রথম ধাপে প্রতিটি উপজেলা থেকে বাছাই করা হবে। এরপর জেলা পর্যায়ে নেওয়া হবে ৬০০ জনকে। দ্বিতীয় পর্বে ঢাকায় থাকবে ১০০ জন। এরপর সেখান থেকে যে ৫০ জন চূড়ান্ত বাছাইয়ে টিকবে তাদের নিয়েই চলবে প্রশিক্ষণ।

এসএ গেমসে সোনাজয়ী সাঁতারু শাহজাহান আলী রনি, মাহফুজা খাতুন শিলা, জুয়েল আহমেদসহ ফেডারেশনের কোচরা এই বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন। 

এই কর্মসূচী নিয়ে দারুণ আশাবাদী ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: মাহবুবুর রহমান শাহীন। সংবাদ সম্মেলনে এসে তিনি সেটাই বললেন, “আমরা ১০ মে থেকে ট্যালেন্ট হান্ট প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি। সবার দোয়া কামনা করছি যেন সফলভাবে এই প্রোগ্রাম শেষ করতে পারি। প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ নৌ বাহিনীর সহযোগিতায় এবং বিশেষ করে আমাদের সভাপতি যার অক্লান্ত পরিশ্রমে ট্যালেন্ট হান্ট প্রোগ্রামকে এগিয়ে নিতে পারছি। আশা করি এই ট্যালেন্ট হান্টের মাধ্যমে আমাদের সাঁতারে যে সঙ্কট চলছে তার থেকে আমরা বের হয়ে আসতে পারব।”

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ কর্মসূচীর জন্য বাজেট ধরা হয়েছে ৬ কোটি। এর মধ্যে প্রাইম ব্যাংক পিএলসি ৫০ লাখ টাকা দিয়েছে সাঁতার ফেডারেশনকে। প্রাইম ব্যাংক থেকে আরও সহযোগিতা পাওয়া যাবে বলে আশা করছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন সৈয়দ রায়হান তারেক, ফেডারেশনের যুগ্ম সম্পাদক নিবেদিতা দাস ও কোষাধ্যক্ষ মেজর মোহাম্মদ আতিকুর রহমান (অব.)।

বাংলার সংবাদ/এস এম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর