আমতলীতে বন্দর হোসাইনিয়া মাদ্রাসায় কামিল পাঠদানে অনুমতি মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির অভিষেক।

মাদরাসায় কামিল শ্রেনী(এম এ)পাঠদানে অনুমতি ও নবগঠিত মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির অভিষেক অনুষ্ঠিত।শনিবার ( ২৬এপ্রিল) সকাল এগারোটায় আমতলী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার মিলনায়তনে অভিষেক অনুষ্ঠিত হয়।
১৯৬১ সালে প্রতিষ্ঠিত আমতলী ঐতিহ্যবাহী হেসাইনিয়া ফাজিল মাদরাসাটি ২২ এপ্রিল মাদ্রাসা পরিদর্শক রেজিস্ট্রার, মাদ্রাসা পরিদর্শন দপ্তর (অ:দা:)মোঃ আউব হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ কামিল শ্রেনীতে (এম এ ) অনুমোদন দেয়া হয়। এবং গত ১৭ এপ্রিল একই পরিদর্শকের স্বাক্ষরিত চিঠিতে প্রফেসর গাজী কাওসারকে সভাপতি মনোনিত করা হয়।তার দায়িত্বভার গ্রহনের পাঁচদিন পর ফাজিল মাদরাসাটি কামিল শ্রেনীতে উন্নীত করেন প্রতিষ্ঠানের নবগঠিত সভাপতি গাজী কাওসার। এমন অভূতপূর্ব সাফল্যে প্রশংসায় ভাসছেন অভিভাবক সহ এলাকাবাসী।
আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদরাসার নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রফেসর গাজী মো. কাওসারের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে মুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মো. ইউনুস হাওলাদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব,ও বকুলনেসা মহিলা কলেজে গভর্নিং বডির সভাপতি, উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক অ্যডভোকেট গাজী তৌহিদুল ইসলাম,
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ঔষধ বিভাগের সহযোগী অধ্যাপক ড.এ কে লুৎফুল কবির। তিনি বলেন,এ প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে যিনি মনোনিত হয়েছেন গাজী মোঃ কাওসার একজন বিসিএস ক্যাডার। তার পরিবারের তিন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছেন আসলে আপনারা ভাগ্যবান।
প্রধান অতিথি অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম বলেন,শিক্ষা প্রতিষ্ঠান একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান।এর উন্নয়নে একজন সমাজ কর্মী হিসাবে যাবতীয় সহযোগিতা অব্যহত থাকবে ।নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজী কাওসার বলেন,আমি মাদরাসার দায়িত্ব পাওয়ার পর ফাজিল মাদরাসা থেকে কামিল মাদরাসার উন্নতি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকড.লুৎফুল কবির যথেষ্ট সহযোগিতা করছেন আমি তার জন্য কৃতজ্ঞতা জানাই।প্রতিষ্ঠানে উন্নয়নে দলমত নির্বিশেষে কাজ করে যাবো।
এছাড়া আরো অতিথি হিসাবে ছিলেন, আমতলীর পশ্চিম চিলা আমিনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন, কুতুবপুর মাদ্রাসার অধ্যক্ষক মোঃ নিজাম আকন,গাজীপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মো. শহিদুল ইসলাম,ঘটখালী আমিন উদ্দিন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুস সালাম, জমিয়াতুল মেদারের্সিন আমতলীর সাধারন সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন ,আমতলী বন্দর মাদ্রাসার সাবেক উপ অধ্যাক্ষ মাওঃমো. হাবিবুর রহমান, বকুলনেসা মহিলা কলেজর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফেরদৌসি. আমতলী সরকারী একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমানবেগম,উপজেলা বিএনপির অন্যতম নেতা অ্যাড মো. জসিম উদ্দিন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাইনুদ্দিন মামুন সিকদার,দাতা সদস্য রফিকুল ইসলাম আলম আকন, অভিভাবক সদস্য মোঃ জসিমউদদীন ফকির সহ অভিভাবক,শিক্ষক মন্ডলী,সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ।