শনিবার, ১৭ মে ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৫ এর প্রাথমিক ফলাফল প্রকাশ ছাত্রদলনেতা সাম্য হত্যার বিচার চায় আলিকদমে জীবগাড়ি খাদে পড়ে নিহত ১, আহত ২৩ নকলায় নানা অপকর্ম ও দুর্নীতির মাস্টার মাইন্ড ছিল জিন্নাহ -লিটন, সোহাগ গাইবান্ধার পলাশবাড়ীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার রাজনীতির মুখোশের আড়ালে ইতিহাসের রক্তচিহ্ন আত্রাইয়ে কালভার্ট ভেঙে চার গ্রামের মানুষের ভোগান্তি গাইবান্ধার গোবিন্দগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সমঝোতায় বসবেন শেহবাজ-ইমরান ঢাবি ছাত্র সাম্য হত্যার প্রতিবাদে আনন্দমোহন কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি পালন

আলিকদমে জীবগাড়ি খাদে পড়ে নিহত ১, আহত ২৩

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : শুক্রবার, ১৬ মে, ২০২৫
আলিকদমে জীবগাড়ি খাদে পড়ে নিহত ১, আহত ২৩
আলিকদমে জীবগাড়ি খাদে পড়ে নিহত ১, আহত ২৩

মোঃ মেহেরাজ উদ্দিনমিন্টু বান্দরবানঃ বান্দরবানের আলিকদম উপজেলায় জিপ গাড়ি খাদে পড়ে তনয়া ম্রো (২৬) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া নারী-শিশুসহ অন্তত ২৩ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার কলারঝিড়ি ত্রিপুরা পাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তনয়া ম্রো লামা উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থংপং পাড়ার বাসিন্দা এবং ক্রালাই ম্রো’র ছেলে। আহতদের বাড়ি ডিমপাহাড় ও থানচি উপজেলার বিভিন্ন গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, থানচি ও ডিম পাহাড় এলাকার থংপং পাড়া থেকে একটি জিপে করে ২৪ জন যাত্রী নিয়ে আলিকদম বেড়াতে আসছিলেন। পথিমধ্যে কলারঝিড়ি এলাকায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তনয়া ম্রো নিহত হন এবং ২৩ জন যাত্রী আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে আলিকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আলিকদম স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হোসাইনুর রশিদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে ২৩ জন আহত রোগীকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।

আলিকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা জহির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর