আশুগঞ্জে সাংবাদিকের উপরহামলা, মামলা দায়ের

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এটিএন বাংলার জেলা প্রতিনিধি ইসহাক সুমনের উপর হামলার ঘটনায় নয় জনের নামে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে সাংবাদিক ইসহাক সুমন নিজেই বাদী হয়ে আশুগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, জেলার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দিলু মিয়ার ছেলে আরিফ মিয়া, আতাব উল্লাহ মিয়ার ছেলে সালাউদ্দিন, জিল্লু মিয়ার ছেলে আরিফ মিয়া ও লালু মিয়া, কুদ্দুস মিয়ার ছেলে আশরাফুল ইসলাম ও কামাল মিয়া, লীল মিয়ার ছেলে মিলন মিয়া ও জীবন মিয়া, শফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন। মামলায় অজ্ঞাতানামা আরো ১০-১২জনকে আসামী করা হয়েছে।
এদিকে হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আশুগঞ্জ প্রেস ক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পৃথক বিবৃতিতে এসব সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে হামলাকাদিরকে দ্রæত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মামলায় উল্লেখ করা হয়, দুর্গাপুর গ্রামে পূর্ববিরোধের জের ধরে ২৭ মার্চ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হলে ৬ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ হোসেন নামে একজনের মৃত্যু হয়। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট করে। এসব ঘটনার সংবাদ সংগ্রহের জন্য ৭ এপ্রি বিকেলে দুর্গাপুর গ্রামে গেলে ইসহাক সুমনের উপর হামলার ঘটনা ঘটে। আহত ইসহাক সুমন হাসপাতালে চিকিৎসা নেন।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বিল্লাল হোসেন জানান, সাংবাদিকের দেওয়া অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আসামীদেরকে গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ। অপরাধীদেরকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি আশ্বাস দেন।