শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
মৃত প্রবাসী কর্মীর পরিবারকে আর্থিক অনুদান সন্দ্বীপে গুপ্তছড়া সড়কে উচ্ছেদ অভিযানের পর নতুন সংকট: ২/৩ ফুট জায়গায় দেয়াল তুলছে মালিকপক্ষ, সংঘাতের আশঙ্কা। গাইবান্ধায় মাজারে মাদকসেবীদের আখড়া বন্ধের দাবীতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে পশুর হাট, ছোট গরুর চাহিদা বেশি এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির  অপ্রয়োজনীয় কল কমলে ৯৯৯ এর সেবা আরও দ্রুত পাওয়া যাবে বাংলাদেশে চীনা পরিবেশবান্ধব ই-বাইক বাজারজাতকরণের জন্য সমঝোতা স্মারক সই পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন সৌম্য ডেনমার্কে ২০৪০ সালে অবসরের বয়স হবে ৭০ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন

আ.লীগের ১২, জাপার ১৩ নেতা যাচ্ছেন ইসির সংলাপে

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : শনিবার, ৩০ জুলাই, ২০২২

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের শেষ দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন।

রোববার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে সংলাপ শুরু হবে জাতীয় পার্টির সঙ্গে। পরে বিকেল তিনটা থেকে দুই ঘণ্টা সংলাপ হবে আওয়ামী লীগের সঙ্গে।

সংলাপে অংশ নেওয়ার জন্য ইতোমধ্যে ইসিতে দুই দলের শীর্ষ নেতাদের তালিকা পাঠানো হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১২ জন কেন্দ্রীয় নেতা সংলাপে অংশ নেবেন।

অন্যদিকে দলের সাধারণ সম্পাদক মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সংলাপে অংশ নেবে জাতীয় পার্টি।

এছাড়া সকাল ১০টায় নির্বাচন কমিশন কার্যালয়ে ২০২১ পঞ্জিকা বছরের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন দাখিল করবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের প্রতিনিধি দলে যারা থাকছেন

১. ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক

২. আমির হোসেন আমু, উপদেষ্টা পরিষদ সদস্য

৩. বেগম মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য

৪. কাজী জাফর উল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য

৫. ড. মো. আব্দুর রাজ্জাক, সভাপতিমণ্ডলীর সদস্য

৬. লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সভাপতিমণ্ডলীর সদস্য

৭. মোহাম্মদ সাহাবুদ্দিন চুপপু, উপদেষ্টা পরিষদ সদস্য

৮. ড. হাছান মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক

৯. ড. আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক

১০. ড. সেলিম মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক

১১. ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দফতর সম্পাদক

১২. বেগম শামসুন নাহার, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক।

জাতীয় পার্টির যারা যাবেন

১. অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, মহাসচিব

২. সৈয়দ আবু হোসেন বাবলা, কো-চেয়ারম্যান

৩. সালমা ইসলাম, কো-চেয়ারম্যান

৪. সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব, খুলনা বিভাগ

৫. ফখরুল ইমাম, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব, ময়মনসিংহ বিভাগ

৬. মীর আবদুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য

৭. শফিকুল ইসলাম সেন্টু, প্রেসিডিয়াম সদস্য

৮. ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব রংপুর বিভাগ

৯. অ্যাডভোকটে মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব, চট্টগ্রাম বিভাগ

১০. জহিরুল ইসলাম জহির, প্রেসিডিয়াম সদস্য

১১. মোস্তফা আল মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য

১২. জসিম উদ্দিন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান

১৩. গোলাম মোহাম্মদ রাজু, সিনিয়র যুগ্ম মহাসচিব।

গত ১৭ জুলাই থেকে শুরু হয়েছে নির্বাচন কমিশনের সংলাপ। এতে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু বিএনপিসহ নয়টি দল সংলাপে অংশ নেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর