শিরোনাম
ইউপি কার্যালয়ে পরিচয়, বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন মেম্বার

ফুলবাড়িয়ায় ধর্ষণ মামলায় সাবেক ইউপি সদস্য দুলাল মিয়া (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের হাজী রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বাকতা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, বাকতা ইউনিয়ন পরিষদে ওই নারী (২৬) ভাতিজার জন্ম নিবন্ধন করতে যায়।
এ সময় পরিচয় হয় ইউপি সদস্য দুলাল মিয়ার সাথে। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সাথে শারীরিক সর্ম্পক করেন তিনি।
ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, ‘বিয়ের করবে বলে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সর্ম্পক করেন দুলাল। কিন্ত এখন বিয়ে না করে নানান হুমকি ধামকি দিচ্ছেন। ‘
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, দুপুরে ওই নারী বাদী হয়ে মামলা করলে পুলিশ দুলাল মিয়াকে গ্রেপ্তার করে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর