ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অন্যের জমি থেকে জোর পূর্বক মাটি কাটার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল
ইসলাম ও তার ভাই সাইদুল ইসলামের বিরুদ্ধে অন্যের জমি থেকে জোর পূর্বক
বালু ও মাটি কাটার অভিযোগ করা হয়েছে।
এবিষয়ে ভুক্তভুগি শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে
আমির হামজা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের
প্রেক্ষিতে জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শাহজাদপুর উপজেলার
নির্বাহী অফিসার (ইউএনও) কে নির্দেশ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন, জেলা
প্রশাসক কার্যালয়ের আদেশটি আমি হাতে পেয়েছি। এবিষয়ে এসিল্যান্ডকে দায়িত্ব
দেয়া হয়েছে। তিনি আজ বৃহস্পতিবার সরেজমিনে যাবেন। অভিযোগটি তদন্ত করে
ব্যবস্থা নিবেন।
অভিযোগ পত্রে আমির হামজা উল্লেখ করা হয়েছে, নিজ নামীয় নিচু ভূমি ফসলী
উপযোগী করার লক্ষে বালু ভরাট করে শান্তি পূর্ণ্য ভাবে ভোগদখল করিয়া
আসিতেছি। এমতবস্থায় গাড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও তার
ভাই সাইদুল ইসলাম ভেকু ও ড্রাম ট্রাক দিয়ে জোর পূর্বক বালু ও মাটি কেটে
নিয়ে যাচ্ছে। এতে সে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এঘটনায় শাহজাদপুর
সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করা হলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার
আদেশ প্রদান করেন। এই আদেশ পাওয়ার পর চেয়ারম্যান ও তার ভাই ক্ষিপ্ত হয়ে
ভাড়াটিয়া লোকজন সহ দেশীয় অস্ত্র নিয়ে দিন রাত ভেকু ও ড্রামট্রাক দিয়ে
মাটি কেটে নিয়ে যাচ্ছে। এমতবস্থায় মাটি কাটা বন্ধে জেলা প্রশাসক বরাবর
অভিযোগ দাখিল করা হয়।
ভুক্তভুগি আমির হামজা বলেন, সন্ত্রাসী বাহিনী দিয়ে সাইফুল চেয়ারম্যান
জোরপূর্বক আমার জামি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। আমি বাঁধা দিতে গেলে
তারা আমাকে ও আমার লোকজনের উপর হামলা চালিয়ে মারপিট করে আহত করে। তিনি
আদালতে আদেশ ও মানেন না। আদালত থেকে মাটি কাটতে নিষেধ করা হয়েছে। তার
পারও সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে জোর পূর্বক আমার জমি থেকে জোরপূর্বক মাটি
কেটে নিয়ে যাচ্ছে।
এবিষয়ে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম
বলেন, পানি উন্নয়ন বোর্ড থেকে আমি নিলামে মাটি কিনে নিয়েছি। আমি আমার
মাটি কেটে নিয়েছি। অন্যের জামি থেকে আমার বিরুদ্ধে মাটি কাটার যে অভিযোগ
করা হয়েছে তা সত্য নয়।