ইরাকের পার্লামেন্টে ঢুকে পড়ল শত শত বিক্ষোভকারী

পশ্চিম এশিয়ার দেশ ইরাকের পার্লামেন্টে ঢুকে হামলা চালিয়েছে শত শত বিক্ষোভকারী। হামলাকারীদের অধিকাংশই শিয়া নেতা মুকতাদা আল-সদরের অনুসারী বলে জানা গেছে।
বুধবার দেশটির রাজধানী বাগদাদের গ্রিন জোনে অবস্থিত পার্লামেন্ট ভবনে এই হামলার ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’ ও ‘আল-জাজিরা’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আলজাজিরা জানায়, বুধবার বিক্ষোভকারীরা যখন পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে তখন সেখানে কোনও আইনপ্রণেতা উপস্থিত ছিলেন না। পার্লামেন্ট ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়লেও তাতে কোনও কাজ হয়নি।
এদিকে ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি এক বিবৃতিতে পার্লামেন্ট ভবন ও গ্রিন জোন থেকে বিক্ষোভকারীদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে ৩২৯ আসনের মধ্যে মুকতাদা আল সদরের জোট ৭৩ আসনে জয়ী হয়। কিন্তু ভোটের পর থেকে দেশটিতে নতুন সরকার গঠনের আলোচনা থমকে আছে।
দুর্নীতি ও বেকারত্ব মোকাবিলায় সরকার ব্যর্থ হওয়ায় ২০১৯ সালেও ইরাকে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। হিউম্যান রাইটস ওয়াচের মতে, সে সময় নিরাপত্তা বাহিনীর হাতে শত শত মানুষ নিহত হয়েছিল।
সূত্র: বিবিসি, আল-জাজিরা