উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে উত্তাল মুরাদনগর

কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুরাদনগর উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৩টায় মুরাদনগর সদরের বিএনপি কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে উপজেলা অফিস ও থানা এলাকা প্রদক্ষিণ করে আরবী চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল দেবনাথ, এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা নাহিদুল ইসলাম নাহিদ।
বক্তারা অভিযোগ করেন, মুরাদনগরে আওয়ামী লীগের সন্ত্রাসী, চাঁদাবাজ, অবৈধ ড্রেজার ব্যবসায়ী ও মাদক কারবারীরা প্রশাসনের নীরবতায় প্রকাশ্যে বিচরণ করছে। তারা দাবি জানান, এসব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং আওয়ামী লীগ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ নিশ্চিত করতে হবে।
নাহিদুল ইসলাম নাহিদ বলেন, “জুলাই বিপ্লবকে যদি আমরা ধারণ করি, তবে আসিফ মাহমুদেরও পদত্যাগ করা উচিত। তার যদি ন্যূনতম সৎ সাহস থাকে, তাহলে তিনি এই মুহূর্তে সরে দাঁড়াবেন।”
বিক্ষোভে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।