উলিপুরে মহান মে দিবস পালিত

সারা বিশ্বের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ১মিনিট নিরবতা পালনের পর বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক সংঘের নেতৃত্বে একটি র্যালি বের হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট (গবা মোড়ে) এসে সমবেত হয়ে সমাবেশ করে।
উলিপুর বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপ কমিটির সভাপতি হামিদুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজু”র সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা। উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ জিল্লুর রহমান। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী মিঞা, বজরা এলকে আমিন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল গণি, লোড-আনলোড ও কুলি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, হকার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম, জাতীয়তাবাদি শ্রমিক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, রিকশা ও ভ্যান ইউনিয়নের সভাপতি আব্দুর রফিক, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক, শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমরেড দেলোয়ার হোসেন, অটোরিকশা ও সিএনজি শ্রমিক ইউনিয়ন সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।