উল্লাপাড়ায় গভীর রাতে অ্যাম্বুলেন্স নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল যুবকের
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গভীর রাতে অ্যাম্বুলেন্স নিয়ে গ্রামের রাস্তায় ঘুরতে বেরিয়ে খাদে পড়ে সুমন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে একজন।
বুধবার (২৪ মে) ভোররাতে উপজেলার পুকুরপাড় কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন একই উপজেলার মাগুড়াডাঙ্গা গ্রামের আব্দুল আলীমের ছেলে। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) অপু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মাগুড়াডাঙ্গা গ্রামের আব্দুল আজিজের ছেলে কাকন তার বাবার অ্যাম্বুলেন্স নিয়ে সুমন ও অপর একজনকে নিয়ে গ্রামের রাস্তায় ঘুরতে বের হন। এক পর্যায়ে অ্যাম্বুলেন্সটি পুকুরপার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে অ্যাম্বুলেন্সটি খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান সুমন। আহত হন অপর একজন। তবে ঘটনার পর থেকে চালক কাকন পলাতক রয়েছে। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।