উল্লাপাড়ায় ধানের নমুনা শস্য কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় উচ্চ ফলনশীল ধানের নমুনা শস্য কর্তন ও তৈল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস এবং কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া উজির বøকে কৃষক মোহাম্মদ আলীর জমির নমুনা শস্য কর্তন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।
নমুনা শস্য কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের পরিকল্পনা অধিশাখা-১ এর যুগ্ন সচিব এ,টি,এম সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তৈল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের পরিচালক মোঃ জসিম উদ্দিন,বগুড়া অঞ্চলের কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক সরকার শফি উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বাবলু কুমার সুত্রধর, অতিরিক্ত উপ-পরিচালক (ক্রপস) মোঃ মশকর আলী, মনিটরিং অফিসার আখেরুর রহমান, উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকতা সুবর্ণা ইয়াসমিন সুমি।
পরে চড়িয়া উজির কালিবাড়ি এলাকায় তৈল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষাণী সহ কৃষি বিভাগের মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন।