উল্লাপাড়ায় নসিমনের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

বুধবার (১৮ জানুয়ারী) সকালে উল্লাপাড়া-বাঙ্গালা আঞ্চলিক সড়কে উপজেলার রহিমপুর গ্রামের এ ঘটনা ঘটে। এসময় নসিমনের যাত্রীসহ আরো তিন জন আহত হয়েছে। নিহত অন্তর হালদার উল্লাপাড়া উপজেলার আদর্শ গ্রামের মৃত অনিল হালদারের ছেলে।
নিহত অন্তরের পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে অন্তর হালদারসহ আরও ৩জন সিএনজি চালিত অটোরিক্সায় তাড়াশের মহিষলুটি বাজার থেকে মাছ কিনে বাড়ি ফিরছিলেন। এসময় রহিমপুর গ্রামের পাশে অটোরিক্সার পিছন থেকে একটি নসিমন ধাক্কা দিলে চালকের পাশে বসা অন্তর হালদার রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এক বছর আগে অন্তরের বাবা অনিল হালদারও একইভাবে মাছ নিয়ে ভ্যানরিক্সায় বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় মারা যান বলে জানান পরিবারের লোকজন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) নজরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অন্তর হালদারের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।