উল্লাপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এ্যাড. নাহিদ সুলতানা যুথি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন এ্যাড. নাহিদ সুলতানা যুথি। বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়ার শ্রীখোলা নিজ বাস ভবনে নিজস্ব অর্থয়নে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সহধর্মীনি, রাজশাহী ইউনিভার্সিটি ল-এলামনাই এসোসিয়শনের (রুলা) সভাপতি, সাবেক ছাত্রনেত্রী ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক কোষধ্যক্ষ এ্যাড. নাহিদ সুলতানা যুথি বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান।
এই শীতে আপনারা কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। কম্বল বিতরণের মধ্য দিয়ে মানবিক সহায়তার হাত প্রসারিত করার উদাত্ত আহ্বান জানান।
শীতবস্ত্র বিতরণকালে পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা সনি বিশ্বাস, এ্যাড. নাহিদ সুলতানা যুথির ভাই হাসান সাইদ কিরনসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।