এসএসসিতে সাপ্লিমেন্টারি ব্যবস্থায় হতে পারে শিক্ষা ব্যবস্থার সংস্কার: সচেতন নাগরিক

প্রতি বছরের ন্যায় এবারেও চলমান এসএসসি ও সমমান পরিক্ষা। তবে এবারে শিক্ষা ব্যবস্থায় কিছুটা পরিবর্তন চাচ্ছেন সচেতন নাগরিকরা।
কিছু সচেতন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং নাগরিকরা বলেন,
এসএসসিতে কেউ কোন সাবজেক্টে ফেল করলে আবার পরবর্তীতে পরের বছরে গিয়ে পরীক্ষা না দিয়ে যদি সাপ্লিমেন্টারি ব্যবস্থা করা হতো তাহলে অবশ্যই ভালো হতো। এতে শিক্ষার্থীদের মূল্যবান এক বছর নষ্ট হতো না এবং তারা দ্রুত তাদের পড়াশোনা শেষ করতে পারত।
বর্তমানে বাংলাদেশে এসএসসিতে এক বা একাধিক বিষয়ে ফেল করলে শিক্ষার্থীদেরকে পুনরায় পরের বছর সকল বিষয়ে পরীক্ষা দিতে হয়। এর ফলে তাদের সময় এবং অর্থের অপচয় হয় এবং তারা মানসিকভাবেও পিছিয়ে পড়ে।
যদি সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা থাকত, তাহলে যে সকল শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে ফেল করত, তারা শুধুমাত্র সেই বিষয়গুলোর উপরই পরবর্তীতে পরীক্ষা দেওয়ার সুযোগ পেত। এর ফলে তাদের পূর্ণ এক বছর অপেক্ষা করতে হতো না এবং তারা দ্রুত তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারত।
অনেক উন্নত দেশে এই ধরনের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা চালু আছে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। বাংলাদেশেও এই ব্যবস্থা চালু করা উচিত যাতে আমাদের শিক্ষার্থীরাও এর সুবিধা পায়।