কক্সবাজারে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন
শিরোনাম
কক্সবাজারে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি” বাংলাদেশের জাতীয় সঙ্গীত, যা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতিস্বত্বার এক গৌরবময় প্রতীক। এই জাতীয় গৌরবকে সম্মান জানাতে কক্সবাজারে আয়োজন করা হয় “সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন” কর্মসূচী।
১৩ মে (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায়, কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সম্মিলিত ছাত্রজনতা, কক্সবাজার এর ব্যানারে আয়োজিত এই আয়োজনে কক্সবাজারের সর্বস্তরের নাগরিকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, জাতীয় সঙ্গীত মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেম, শ্রদ্ধাবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
তারা আরও বলেন, “আমরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী। যারা এসব অস্বীকার করে, আমরা তাদের অবস্থানকে প্রত্যাখ্যান করি।”
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর