শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
ভোলা লালমোহনে ইউপি চেয়ারম্যানেরঅপসারণের দাবিতে মানববন্ধন সরিষাবাড়ীতে নতুন ইউএনও মোহছেন উদ্দিন যোগদান করেছেন মাধবপুরে ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার কন্টেইনারের আট ঘন্টা পর আন্ত:নগর লাইনচ্যুত মির্জাগঞ্জে গাঁজার গাছসহ মাদকসেবী ও শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার চটের বস্তায় ১২৭ বোতল বিদেশি মদ: র‍্যাব-১৪ এর অভিযানে ট্রাকের চালক গ্রেফতার খাগড়াছড়িতে গীতা ও নৈতিক শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উখিয়ার পালংখালী কেন্দ্রীয় সমাজের সাধারণ সভা ও  পূর্ণ কমিটি গঠন।  জামালপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার সংবর্ধনা রৌমারীতে ব্রহ্মপুত্রের করাল গ্রাসে বিলীন সোনাপুর-খেওয়ারচর এবং বসত বাড়ি ঘর।

কন্টেইনারের আট ঘন্টা পর আন্ত:নগর লাইনচ্যুত

বাদল আহাম্মদ খান
প্রকাশিত হয়েছে : শনিবার, ১০ মে, ২০২৫
কন্টেইনারের আট ঘন্টা পর আন্ত:নগর লাইনচ্যুত
কন্টেইনারের আট ঘন্টা পর আন্ত:নগর লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার প্রায় পৌণে সাত ঘন্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ শুরু হয়। শনিবার ভোর ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার একঘন্টা পর একইস্থানে লাইনচ্যুত হয় আন্তনগর ট্রেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই দফায় প্রায় ১০ ঘন্টা ট্রেন চলাচল ব্যহত হয়।
দুর্ঘটনার কারণে উভয় পথের তুর্ণা নিশিথা, উপবন এক্সপ্রেস, চট্টগ্রাম মেইলসহ বিভিন্ন ট্রেন আটকা পড়ে। এতে যাত্রীদেরকে দুর্ভোগের নধ্যে পড়তে হয়। তবে ভৈরব ও আশুগঞ্জ স্টেশনে যাত্রীদেরকে শুকনো খাবার ও পানি দিয়ে আপ্যায়ন করা হয়।
শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে আসা ৬০৩ নং মালবাহী ট্রেনের একটি বগি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের অদূরে পৈরতলা রেলক্রসিংয়ের সামনে লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রথমে দুর্ঘটনা কবলিত ট্রেনটির সামনের অংশ রাত ১২টার দিকে সামনে দিকে চালানো হয়। পরে আখাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে কাজ শুরু করে। ভোরে পৌণে পাঁচটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে সকাল ছয়টার দিকে একইস্থানে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত হয়। ট্রেনটির পিছনের দিকের গার্ডব্র্যাক লাইন থেকে সরে যায়। গার্ডব্র্যাক রেখে কিছুক্ষণ পর ট্রেনটি চলে যায়। পরে বগিটি উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়। বেলা পৌণে নয়টার দিকে ডাউন লাইনে ফের চলাচল শুরু হয়। তবে পরবর্তী দুর্ঘটনার পর আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিলো।
স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, ভোর ৪টা ৫০ মিনিটে দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধার কাজ শেষ হয়। এরপর লাইন ক্লিয়ার হলে ভোর ৫টা থেকে আপ ও ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। কিছুক্ষণ পর একইস্থানে ডাউন লাইনে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর