কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা । সংগৃহীত ছবি
শিরোনাম
কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

নেত্রকোনার কলমাকান্দায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ব্যক্তির নাম মো. খোকন (৫০)।
গতকাল শনিবার বিকালে উপজেলার রংছাতি ইউনিয়নের শালিকাবাম এলাকায় এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম।
শহিদুল ইসলাম বলেন, সরকারি নির্দেশ অমান্য করে কিছু লোক বালু উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অর্ধ লাখ টাকা জরিমানা গোনেন খোকন। পরিবেশ রক্ষায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এ অভিযান অব্যাহত রাখার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর