কসবায় তাতীলীগের সভাপতির স্ত্রী গাঁজা পাচারকালে গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা তাতীলীগের সভাপতি জুয়েল ভূইয়া (শাহ আলম)এর স্ত্রী গাঁজা পাচারকালে গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার করার সংবাদ পাওয়া যায়।
সিলেট রেলওয়ে জেলার গোয়েন্দা শাখায় কর্মরত এসআই(নিঃ)মোঃ আবু কাউছার সঙ্গীয় ফোর্সসহ আখাউড়া রেলওয়ে থানাধীন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতির সময় গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনের পিছনের দিকের ‘গ’ বগিতে গত ০২/০৫/২০২৫খ্রিঃ তারিখ ০৯:৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করার সময় সীট নং-০১ এ বসা অবস্থা হতে লুৎফা বেগম (৪৭) স্বামী-জুবেল ভূইয়া, মাতা-হাজেরা বেগম, সাং-খাড়েরা (আলগা বাড়ী) থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, এ/পি-সাং-শীতলপাড়া, হোল্ডি নং-৪১৯, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া কে আটক করা হয়। উপস্থিত সাক্ষীগনের সম্মুখে ধৃত আসামী লুৎফা বেগম কে শালীনতার সহিত সঙ্গীয় নারীকং/২৫১ সুমি খাতুন দ্বারা তল্লাশী করিয়া সীট নং-০১ এ বসা অবস্থায় তাহার কোল হতে ০১ (এক) টি ছোট সাইকেল ব্যাগ কমলা ও কালো বর্ণের ভিতরে খাকী কসটেপ ও নীল পলিথিনে মোড়ানো ০২ (দুই) কেজি গাঁজা এবং সীট নং-০১ এর নীচ হতে ০১ (এক) টি গ্যাবাডিং কাপড়ের স্কুল ব্যাগের ভিতরে খাকী কসটেপ ও নীল পলিথিনে মোড়ানো ০২ (দুই) কেজি গাঁজাসহ সর্বমোট ০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছেন গোয়েন্দা সংস্থা। অপর দিকে কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিলনের চাচাত বোন হয়ে দাপটের সাথে বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেদারসে দীর্ঘ দিন ধরে গাঁজা পাচারে সক্রিয় ছিলেন বলে একাধিক সূত্রটি জানান। অবশেষে কসবা উপজেলা তাতীলীগের সভাপতি জুয়েল ভুঁইয়ার সহধর্মিণী লুৎফা বেগম গাঁজা পাচারকালে গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন। তাতীলীগের নেতার স্ত্রী গাঁজা পাচারকালে হাতেনাতে আটকের খবরটি টপ অবদা কসবা ছড়িয়ে পড়েছে।