কসবায় ধান শুকানোর জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল সুজনের

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সুজন ফকির (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুজন ফকির ওই গ্রামের খোকন ফকিরের ছেলে। অভিযুক্ত শাওন ফকির (২২) নিহতের চাচাতো ভাই। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, বাড়ির উঠানে ধান শুকানো নিয়ে সুজন ও শাওনের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে শাওন ছুরি দিয়ে সুজনকে আঘাত করে। প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে কুমিল্লা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সুজনের বাবা খোকন ফকির জানান, “চার-পাঁচ মাস আগে মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে শাওন আমাদের ওপর ক্ষিপ্ত ছিল। তিন মাস আগে সে আরও কয়েকজনকে নিয়ে আমার ছেলেকে গুম করে হত্যার চেষ্টা করেছিল। আজ সামান্য ধান শুকানো নিয়ে ছেলেকে খুন করল।”
তিনি জানান, নিহত সুজনের দুটি শিশু সন্তান রয়েছে। একজনের বয়স তিন বছর, অন্যজনের মাত্র ১৮ মাস।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”