কারও বাগানবাড়িতে গিয়ে সময় কাটাতে পারব না: শ্রীলেখা

টালিগঞ্জে ঠোঁটকাটা রমণী হিসেবে পরিচিতি আছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। তার এই অভ্যাসের স্পষ্ট প্রমাণ পাওয়া যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। মাঝে মাঝেই যাকে তাকে আক্রমণ করে বসেন কথা দিয়ে।
সম্প্রতি বেশকিছু পুরস্কার অর্জন করেছেন এই অভিনেত্রী। তবুও হাতে কোনো কাজ নেই। এ নিয়েই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝাড়লেন তিনি। জানালেন, কাজ পেতে কারও বাগানবাড়িতে একান্তে সময় কাটাতে পারবেন না।
আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুকে শ্রীলেখা লিখেছেন, ‘এতকিছুর পরেও কেউ দুই-পাঁচ লাখ টাকা জোগান দেওয়ার চেষ্টা করবেন না। ভালবাসার কোনো মন্ত্রী নেই তো!’
এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘পাব কী করে প্রযোজক? শ্রীলেখা মিত্র তো এতদিন সৎ পথে থেকেছে। অসৎ পথে থাকলে সম্মান পাওয়া যায়। সরকারি পুরস্কারে পুরস্কৃত হওয়া যায়। এমনি এমনি তিন মাস হাতে কাজ নেই? তবু আমি কখনও নিজের পথ থেকে বিচ্যুত হব না।’
সবশেষে কাজ না থাকার কারণ হিসেবে তিনি বিস্ফোরক মন্তব্যটি করেন। বলেন, ‘আমি কারও বাগানবাড়িতে গিয়ে সময় কাটাতে পারব না। ভালো কাজ করব বলে, ছবি তৈরি করব বলে টাকা দরকার। কিন্তু তার জন্য কারও পায়ের তলায় বসে থাকতে পারব না।’
নিজের নির্মিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ দিয়ে বেশ প্রশংসিত হয়েছেন শ্রীলেখা। এরপর থেকেই স্বল্প দৈর্ঘ্য নির্মাণেই ব্যস্ত থাকার কথা ভাবছেন। জানালেন, ‘এরপর বারান্দা’, ‘তারপর বেডরুম’, ‘অতঃপর বাথরুম’ নামে তিনটি ক্ষুদে সিনেমা বানাবেন তিনি।