বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন।
শিরোনাম
কোন সন্ত্রাসী ও চাঁদাবাজের জায়গা বিএনপিতে হবে না: মোশারফ হোসেন

কোন সন্ত্রাসী ও চাঁদাবাজের জায়গা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে হবে না বলে মন্তব্য করেছেন কৃষক দলের যুগ্ম সম্পাদক এবং বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। তিনি বলেন, আমাদের সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। দেশকে এগিয়ে নিতে হবে ইনশাআল্লাহ।
আজ বুধবার দুপুরে জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা তিনি।
কেন্দ্রীয় কৃষক দলের এই নেতা আরও বলেন, আমরা মেহনতি মানুষের দল করি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, আমরা বেগম জিয়া এবং তারেক রহমানের দল করি। আমরা সবই এক। ধানের শীষের পক্ষেও এক আছি, থাকবো। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির কার্যনির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনাসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর