ক্যাটরিনার মুখে দীপিকার প্রশংসা

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক মোটেই ভালো না। এর শুরুটা হয়েছিল বি-টাউনের প্লেবয় খ্যাত রণবীর কাপুরের কারণে। দুজনেই রণবীরের সঙ্গে হৃদয়ঘটিত সম্পর্কে ছিলেন। শোনা যায়, দীপিকার সঙ্গে সম্পর্ক থাকাকালীন ক্যাটরিনার সঙ্গে জড়ান রণবীর। এরপর থেকেই একে অপরের ছায়া মাড়ান না এই দুই লাস্যময়ী।
তবে সম্প্রতি অবাক করে দিলেন ক্যাটরিনা। তার মুখে শোনা গেল দীপিকার প্রশংসা। ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে দীপিকার সুনাম করেছেন তিনি।
এবারের কান চলচ্চিত্র উৎসবে কোন তারকার রেড কার্পেট লুক ভালো লেগেছে—জানতে চাইলে তিনি দীপিকার নাম নেন। এরপর বলেন, ‘আমার মনে হয় ও দারুণ একটা লুক ক্রিয়েট করেছে।’
সম্প্রতি গুঞ্জন রটেছে, মা হতে চলেছেন ক্যাটরিনা। ১৬ জুলাই ছিল এই অভিনেত্রীর জন্মদিন। সবাই ভেবেছিলেন শুভদিনেই সুখবরটা দেবেন তিনি। কিন্তু এ ব্যাপারে টু শব্দ না করে সেদিন জন্মদিনের উৎসবের মেতেছিলেন এই তারকা।
ওদিকে দীপিকা ব্যস্ত আছেন স্বামী রণবীরের নগ্নরূপের প্রশংসায়। জানা গেছে, তার এমন ছবি দেখে অভিভূত দীপিকা। এই ফটোশুটের পরিকল্পনার কথা তার আগেই জানা ছিল।