খাগড়াছড়িতে গীতা ও নৈতিক শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ত্রিপুরা সনাতনী গীতা সংঘ, কেন্দ্রীয় কমিটির আয়োজনে শ্রীমদ্ভগবদগীতা ও নৈতিক শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শহরের খাগড়াপুর জেবিসি রেস্টুরেন্ট হলরুমে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলা একাডেমি পদকপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোনালী ব্যাংকের রাঙ্গামাটি শাখার এজিএম সমর কান্তি ত্রিপুরা। ত্রিপুরা সনাতনী গীতা সংঘের সভাপতি উপেন বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ির পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা বলিন্দ্র ত্রিপুরা, বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী অলেন কান্তি ত্রিপুরা এবং পরিমল ত্রিপুরা।
বক্তারা বলেন, দীক্ষা বিহীন জীবন ধর্মীয় সকল কার্য সফল হয় না। তাদের মতে, ত্রিপুরা সমাজের প্রায় ৮০% মানুষ এখনও দীক্ষা গ্রহণ করেননি। তাই প্রতিটি মানুষের দীক্ষা নেওয়া প্রয়োজন, যা আত্মিক উন্নয়ন ও সমাজে নৈতিকতার প্রসারে সহায়ক হবে।
প্রশিক্ষণ কর্মশালার শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।